অনলাইন ডেস্ক: মেসেজ লেখার সময় বানান ভুল, ঠিকভাবে গুছিয়ে না বলা বা ভিন্নভাবে প্রকাশ করতে না পারার সমস্যায় পড়েন অনেকেই। এবার সেই ঝামেলা কাটাতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো এক অভিনব সুবিধা— ‘মেটা এআই রাইটিং হেল্প’।
এই ফিচারটি হবে আপনার ব্যক্তিগত লেখার সহকারী। চ্যাট বক্সে মেসেজ টাইপ করা শুরু করলেই দেখা যাবে একটি ছোট পেন্সিল আইকন। সেখানে ট্যাপ করলেই এআই সাজেশন দেবে ৩-৪টি ভিন্ন স্টাইলে।
কোন কোন স্টাইল পাবেন?
কারা বেশি উপকৃত হবেন?
কীভাবে ব্যবহার করবেন?
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এআই শুধু সাজেশন দেবে, কোনো চ্যাট সংরক্ষণ করবে না। তাই ব্যবহারকারীরা থাকবেন পুরোপুরি প্রাইভেট ও সুরক্ষিত। এআই-এর এই নতুন সুবিধা শুধু মেসেজ লেখার ধরণ বদলাবে না, বরং চ্যাটিংকে করে তুলবে আরও স্মার্ট, স্টাইলিশ ও প্রভাবশালী।