প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১২:০০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ১১:০৯ অপরাহ্ণ
হোয়াটসঅ্যাপে এলো নতুন এআই রাইটিং হেল্প
অনলাইন ডেস্ক: মেসেজ লেখার সময় বানান ভুল, ঠিকভাবে গুছিয়ে না বলা বা ভিন্নভাবে প্রকাশ করতে না পারার সমস্যায় পড়েন অনেকেই। এবার সেই ঝামেলা কাটাতে হোয়াটসঅ্যাপ নিয়ে এলো এক অভিনব সুবিধা— ‘মেটা এআই রাইটিং হেল্প’।
এই ফিচারটি হবে আপনার ব্যক্তিগত লেখার সহকারী। চ্যাট বক্সে মেসেজ টাইপ করা শুরু করলেই দেখা যাবে একটি ছোট পেন্সিল আইকন। সেখানে ট্যাপ করলেই এআই সাজেশন দেবে ৩-৪টি ভিন্ন স্টাইলে।
কোন কোন স্টাইল পাবেন?
- প্রফেশনাল – অফিস বা কাজের জন্য পরিপাটি ভাষা
- ফানি – বন্ধুদের সঙ্গে মজার চ্যাটের জন্য হালকা রসিকতা
- সাপোর্টিভ – সহানুভূতিশীল বা অনুপ্রেরণামূলক ভঙ্গি
- প্রুফরিড – বানান ও ব্যাকরণ ঠিক করার সুবিধা
- এক ক্লিকেই যেকোনো বার্তাকে বেছে নেওয়া স্টাইলে রূপ দেওয়া যাবে।
কারা বেশি উপকৃত হবেন?
- শিক্ষার্থী – শিক্ষককে ইমেইল বা অ্যাসাইনমেন্ট পাঠাতে
- অফিসকর্মী ও পেশাজীবী – সহকর্মী ও ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগে
- যে কেউ – প্রতিদিন চ্যাটে সহজভাবে প্রকাশ করতে না পারলে
কীভাবে ব্যবহার করবেন?
- হোয়াটসঅ্যাপের সর্বশেষ ভার্সন প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে আপডেট করুন।
- যেকোনো চ্যাট খুলে মেসেজ টাইপ করুন।
- টাইপ বক্সে পেন্সিল আইকনে ট্যাপ করুন।
- পছন্দের স্টাইল বেছে নিন—প্রফেশনাল, ফানি, সাপোর্টিভ বা প্রুফরিড।
- এক ক্লিকে পাঠিয়ে দিন সাজানো বার্তা।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, এআই শুধু সাজেশন দেবে, কোনো চ্যাট সংরক্ষণ করবে না। তাই ব্যবহারকারীরা থাকবেন পুরোপুরি প্রাইভেট ও সুরক্ষিত। এআই-এর এই নতুন সুবিধা শুধু মেসেজ লেখার ধরণ বদলাবে না, বরং চ্যাটিংকে করে তুলবে আরও স্মার্ট, স্টাইলিশ ও প্রভাবশালী।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com