আমি প্রেম
তুমি হেলেন অভ ট্রয়,
প্রেম মানে পরাজয়
প্রেম মানে কিছু কিছু জয়।
আমি বিরহ
তুমি নিঃসঙ্গতা, হেলেনিক ফুল,
কিছু মধু , কিছু ভুল
বিরহের নান্দনিক দুল।
আমি শুন্যতা
গ্যালাক্সিতে বিচ্ছেদ প্রলয় ,
তোমাতেই সর্বাংশে পরাজয়
তোমাতেই কিছু কিছু জয়।