হলুদ সবুজ মিশে গেল
নীল আকাশের তলে
মেঘের নকশা সাজায় ধরা
কাব্যকথার ছলে।
হেমন্তেরই সুবাস ছড়ায়
পাকা ধানের খেতে
বাবুই শালিক তাই না দেখে
আনন্দে রয় মেতে।
গোধূলির ওই মায়াবী রোদ
উদাস করে মন
রাঙা ঠোঁটে বাজলে বাঁশি
খুঁজি আপনজন।
দিনের শেষে সূর্য ডোবে
নামে আঁধার রাত
নিদ্রা দেবির কোলে যেতে
বাড়াই দুটি হাত।