তুমি, থাকো বন্ধু এক দেশে
আমি আরেক দেশে,
আমার, কি লাভ বলো বন্ধু
তোমায় ভালোবেসে?
যদি, না পেলাম তোমাকে আমি
আপন করে পাশে?
না দেখিলাম চোখে তোমার
না পেলাম এ বুকে,
আমি, না শুনিলাম কথা বন্ধু
আজও তোমার মুখে।।
এ কোন, সুখ নামের অসুখ হয়ে
রইলে হৃদয় মিশে?
আমি, হৃদয় থেকে তোমাকে
পারিনে তো সরাতে,
ইচ্ছা করলেও পারিনে আজ
তোমায় বন্ধু ভুলিতে।।
শুধু, ছটফট করি তোমার ছুঁড়া
প্রেমো তীরের বিষে।।
আজ, ধুকে ধুকে মরি তীর
এমন, বিঁধেছে এসে,
বন্ধু, তুমি বিনে তীরের বিষ
বলো নামাবে কিসে?
নাকি, প্রাণটা কাড়বে অবশেষে
কলিজায় বিষ মিশে?