যদি ফিরে যাই শত বর্ষ ওপারে
দেখব কি তুমি আজো আছো দাঁড়িয়ে?
এক মুঠো শিমুল না হয় গুচ্ছকয়েক কৃষ্ণচূড়া,
ধরবে কি তুমি হাত যদি হাত দেই বাড়িয়ে?
নাকি তুমি হবে মেঘাবৃত আকাশের ন্যায়
হাওয়ায় খেলবে নীলাভ ছাপা সে শাড়ি?
অপরাধ তো সে আমার নয়
হৃদয়ে লিখেছি তোমার নাম, হে হৃদয়চারী।