• আজ- রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:৪৭ পূর্বাহ্ন

হাসিল হবে আসল নেকী

প্রহ্লাদ কুমার প্রভাস (Pk) / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
শবে বরাত

add 1
  • প্রহ্লাদ কুমার প্রভাস (Pk)

আসছে ফিরে, বছর ঘুরে পবিত্র এই রমজান মাস।
রোজা রাখো, অসহায়ের পাশে থাকো এটাই নেকীর কাজ।
সুদর্শন কাপড়ে কভু যায়না বোঝা চারিত্রিক গঠন।
মানুষ নও তুমি হয় যদি পশুর মতো আচরণ।

দিন-রাত নামাজ, যতই সাজো ধর্মীয় সাজ হবেনা প্রভু খুশী।
হৃদে মানবিকতা, না থাকে যদি ধার্মীকতা দেখো যতই রবি শশী।
দিনে কত করছো পাপ, ঈশ্বর দেখছেন সব মুছবে না তা ধর্মীয় সাজে।
তজবি, মালা যতই জপো, ঈশ্বরকে নাহি ভজো বিফল হবে সকল কাজে।

যদি চলো সর্বদা সাথে নিয়ে গরীব, দুঃখী।
প্রভু খুশী হবে, আখিরাতে শান্তি পাবে তবেই “হাসিল হবে আসল নেকী”।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ