• আজ- রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

হারুর রেসিপি

রেজা কারিম / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ৫ জুলাই, ২০২৩

add 1
  • রেজা কারিম

সকালবেলা গরম চা
হাতের মুঠো করমচা
গপাস গিলে হারু
দুটি আন্ডা পুরলো মুখে
ডজনখানি নাড়ু।

একটা পুরো চিকেন ফ্রাই
স্যুপটা ভেজা না হোক ড্রাই।
এসব কিছু আর
কেজি খানেক চালের ভাত
খেতেই হবে তার।

দশটা রুটি আটটা কলা
সাবাড় করে বাড়ায় গলা
ভাবতে থাকে, রাতে
মাছের মুড়ো খেতেই হবে
বিরিয়ানির সাথে।

সকালবেলা বিকালবেলা
দুপুরবেলা রাতেরবেলা
খেয়েই হলো ভুরি
এখন হারু বেজায় খুশি
নাম হয়েছে “মানবপুষি’’
তাইনা দেখে প্রতিবেশি
বাজায় জোরে তুড়ি।

add 1


আপনার মতামত লিখুন :

2 responses to “হারুর রেসিপি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ