• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৮:১২ পূর্বাহ্ন
Logo

স্মৃতিকথা

বিচিত্র কুমার / ২৬৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩

add 1

বিচিত্র কুমার

পোষা পাখি উড়ে গেলে থেকে বুকে স্মৃতি;
তার স্মৃতিকথা নিয়ে লেখা এই গীতি।

হঠাৎ সে উড়ে গেল না জানি কোন সুখের দেশে;
এতোদিনের মিলামিশা হাওয়ায় দিয়ে ভেসে।

কাকগুলো কা কা করে বেদনার সুরে;
বারবার দেওয়া ডাকে অঝোরে অশ্রু ঝরে।

রঙধনু জেগে উঠে ওই নীল আকাশের বুকে;
সুখপাখি দূর থেকে ফিরে ফিরে দেখে।

শিল্পী আঁকে ছবি কবিতা লেখে কবি;
একদিন সব কিছু মুছে যায় রোমান্টিক স্মৃতি।

আবার বসন্ত আসে ফুল ফুটে রঙমাখে মন;
মৌমাছি ফুলে ফুলে করে গুনগুন।

একদিন সব আবেগ হারিয়ে যায় বাস্তবের মাঝে;
কার কথা কে আর চিরদিন বুকে লিখি রাখে?

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (সকাল ৮:১২)
  • ২৭ জুলাই, ২০২৪
  • ২০ মহর্‌রম, ১৪৪৬
  • ১২ শ্রাবণ, ১৪৩১ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT