জনতার নৌহে আজি রঞ্জিত,
সংগ্রাম এদেশের ঐতিহ্য
স্বাধীনতা এদেশের মানুষের –
অর্জিত।
এ যে এক কঠিন বাস্তবতা,
বাঙ্গালী জাতি পেল অবশেষে
স্বাধীনতা।
এযে এক বিশাল ইতিহাস,
অবশেষে পেলাম আত্মাবিশ্বাস।
বায়ান্নোর আন্দোলনে –
বাঙ্গালী আসলো বন্ধনে।
একাত্তরে আসলে পরে,
ঐক্য হলো সবার সাথে।
ছিলো যারা সাতচল্লিশের আমলে,
বৈষম্য ছিলো বাঙ্গালীর কপালে।
যখন ছিলো শোষন বাঞ্চনার
ষড়যন্ত্র,
এটাই ছিলো পাকিস্তানের
আলবদরের মন্ত্র।
যারাই গুটিয়ে রাখলো না হাত,
তারাই ষড়যন্ত্র করলো নসাৎ।
যারাই বলল দাসত্বের শৃঙ্খলের বেড়ী –
পরবোনা আর আমি,
রবে কি আর কোন ছাউনি!
স্বাধীনতার পথ আমরা সন্ধানি,
মুক্তি অর্জন করবো তাড়াতাড়ি।
আন্দোলন, ঐক্য, বিশ্বাসঅনুভূতি,
মুক্তি মুক্তিই বাংলার মাতৃভূমি।
শহীদের রক্ত দেবনা বিসর্জন,
আমরা করবো এদেশে
সু-শাসন।
এটাই মোদের স্বাধীন দেশে,
বাংলাদেশ বাংলাদেশ-
বাংলাদেশ।