পঁচিশে মার্চের কালরাত্রি
বিভীষিকা ছড়ায়,
বুলেটে বাঙালির রক্ত
রাজপথে গড়ায়।
বীর বাঙালি একত্র হয়
বঙ্গবন্ধুর ডাকে,
দেশকে শত্রু মুক্ত করতে
হাতে হাত রাখে।
দীর্ঘ নয় মাস যুদ্ধ করে
পাক বাহিনীর সাথে,
যুদ্ধে পাকি পরাস্ত হয়
বীর বাঙালির ঘাতে।
লাখো মা বোন সম্ভ্রম হারায়
বীরেরা শহিদ হয়,
রক্ত আর সম্ভ্রমে কেনা
বাঙালির এই জয়।
পতপত করে উড়ছে এখন
লাল সবুজ পতাকা,
স্বাধীনতার গৌরবগাঁথা
হৃৎ মাঝারে আঁকা।