খোকা যখন গেলো ঘুমে
বালিশ মাথায় দিয়ে,
চারটি পরী ধরে তারে
চাঁন্দে গেলো নিয়ে।
খোকা বলে কেমন করে
থাকব একাএকা,
কোন শহরে তোদের সাথে
হবে আবার দেখা?
পরী বলে গেলাম রেখে
তুমি থাকো একা,
চাঁন্দের দেশে থাকলে পাবে
চাঁদের বুড়ির দেখা।
খোকা বলে যা চলে যা
তোরা সবাই দূরে,
এখন আমি বুক ফুলিয়ে
দেখবো জগৎ ঘুরে।