লাহুড়িয়ার ছোট্ট গাঁয়ে
কন্যার ছিল বাস,
চঞ্চলা তার চলন-বলন
মেধার করতো চাষ।
রুপে-গুনে নাই তুলনা
পরীর মতন সাজ,
নগ্ন পায়ে ধুলা নিয়ে
খেলাই ছিল কাজ।
ভ্রু-পেনসিলে রাখতো এঁকে
কাজল দুটি চোখ,
ঠোঁট রাঙাতো লাল-লিপষ্টিকে
দেখতো গাঁয়ের লোক।
বন্ধু -বান্ধব বাসতো ভালো
বুঝে সরল মন,
পাড়ায় পাড়ায় সহপাঠী
হতো আপনার জন।
বড়োই লাজুক সেই মেয়েটি
খোঁপায় পরতো ফুল,
কর্ণে ঝুলতো ঝুমকো লতা
ভ্রমর খেতো দুল।