আমার চাষার বাসা হয় না, হয়রে কুঁড়েঘর;
কোটিপতি করে বাঁচে, চাষার কাঁধে ভর।
কষ্ট করে ফসল ফলায়, চাষা রোদে পোড়ে;
সেই ধানের ভাত খায়, জাতি বছর ভরে।
চাষার ঘামে মাটি ভিজে, সাক্ষী আছে ঘাস;
এমন করেই কেটে যায়, চাষির বারোমাস।
খেতে খেটে চাষা যখন, রাতে বাড়ি ফিরে;
আরাম করবে বিছানা নেই, দু:খী চাষার ঘরে।
শীতের রাতে খড় বিছিয়ে, চাষা রাত কাটায়;
বর্ষাকালে পানি এসে, সেটুকুও হটায়।
গ্রীষ্মের রাতে চাষা, ঘুমায় গাছের নিচে ;
আরাম নামের অধ্যায় যেন, চাষার কাছে মিছে-
তবু্ও চাষা হেঁসে বলে, সুখে আছি বেশ;
কেমন সুখের খুঁজে মানুষ, ঘুরছে সারাদেশে..?