সিয়াম হলো আত্মশুদ্ধির
মহৎ একটি মাস,
গুনাহ খাতা মাফ করিয়ে
করো প্রভুর আশ।
রহমতের দুয়ার খুলে
দিবেন মহান রব,
সময় থাকতে পুঞ্জি এঁটে
পূণ্যে ভরো সব।
উপোসেতে হয়না রোজা
দয়াল নবী কয়,
দিন শেষেতে পাপের বোঝা
মিছে দেহের ক্ষয়।
ভেদ দরিয়ায় ডুবে সুজন
সিয়াম তারই হয়,
ষড়রিপুর করালগ্রাসে
হালাক এ নাই ভয়।
জ্ঞান কর্ম তাই দশ ইন্দ্রিয়
রাখতে পারলে ঠিক,
যাহের বাতেন হাকিকতে
পাবে রোজার দিক।