সবার পাশে থাকবো আমি
দুঃখ কিংবা সুখে,
সকল দ্বন্দ্ব বিভেদ ভুলে
গড়বো সাম্য বুকে।
নিন্দার কাঁটা যতই বিঁধে
ভয় করিনা কাজে,
সত্যের পথে হাজার বাঁধা
দুর করেছি লাজে।
আমার বাড়ী ফুল ফুটিলে
ফুল সকলের হবে,
আমার ঘরে আলো জ্বললে
আলোক পাবে সবে।
নিজের খাবার পরের তরে
দিবো সবার হাতে,
গরীব দুখীর পাশে থেকে
চলবো মিলে সাথে।
ক্ষুধার্ত কে খাবার দিলে
আল্লাহ খুশি থাকে,
দু-কুলেতে শান্তি মিলে
শান্তির পরশ আঁকে।