শত বাধা, বিপত্তি আর
হতাশা কিংবা পরাজয় ভুলে,
নিজেকে তৈরি করুন,
গড়ে তুলুন লোহার ন্যায় কঠিন।
পাহাড়ের মতো উঁচু আর
সমুদ্রের মতো উত্তাল করুন নিজেকে,
পাড়ি দিন হাজারো, লাখো কিলোমিটার পথ,
নিজেকে করুন আকাশের মতো সীমাহীন।
স্থায়ী পথগুলো দীর্ঘ হয় আর-
দীর্ঘপথ পাড়ি দেওয়া খুবই ঝুঁকিপূর্ণ,
তাতে রয়েছে অগণিত শক্ত কাঁটা,
তাই কাঁটাযুক্ত পথে চোখ খোলা রেখে চলুন।
কারণ সফলতার পথগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ-
আর অনেক কষ্টদায়ক হয়ে থাকে,
তবে কষ্টের পথ পাড়ি দিতে পারলেই,
আপনি দেখতে পাবেন একটা সুন্দর পৃথিবী।