কুয়াশা
ভোরের শরীর ঢেকে রাখে
রোদ
কুয়াশা – শরীর ছিঁড়ে দিল
অপমান
চুপ করে থাকে
রোদ এসে
তাকে ছুঁয়ে দিল –
এ ভাবেই প্রেম এসেছিল
কত দিন প্রেম এসে ছিল।
আমি তাকে বুঝতে পারিনি
তুমি তাকে বুঝতে পারোনি
সে শুধু নিজের মতো এসেছিল
চলে গেছে একদিন আমাদের কিচ্ছু না বলে …