• আজ- মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

শ্রাবণ মেঘের দিন

সফিউল্লাহ আনসারী / ৩৬৩ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

add 1
  • সফিউল্লাহ আনসারী

কদমের বনে আজ মুখরিত ধারা
মৃদু হাওয়া শ্রাবনের আহা মনোহরা!

দিকে দিকে শনশন শব্দ অঝর
বর্ষার শোভা দেখে ভাবুক নজর!

কেয়া বনে ক্ষণে ক্ষণে উঁকি মারে রোদ
জল স্রোতে অবগাহন সফেদের দুধ।

মেঘেদের খেলা চলে গুড়ুগুড়ু ডাক
মাছরাঙা মাছ ধরে সাথে দাঁড়কাক।

জলে ভাসা বর্ষা বাংলার রূপ
টুপটাপ সুর বাজে হয়রান চুপ!

ফুল শাখে বনে বনে পড়ে যায় সাড়া
হরেক ফলের দিন স্বাদ মন কাড়া।

খেয়া ঘাটে উৎসবে বিমোহিত প্রাণ
সারা গাঁয়ে কোলাহল বকুলের ঘ্রাণ।

খুশির জোয়ার আনে শ্রাবণের জল
নদী-নালা, খাল ও বিলে ঢেউ কলকল।

শুভ্র কাশবন, জুঁই, কামিনী, বেলী
পুকুরে হাঁসের দল করে জলকেলি!

ছয়টি ঋতুর দেশ বাদল ধারায়
কাব্য ছড়ায় কবি মনটা হারায়।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ