চাচি, আপন পুত্রবধূর সাথে আপনি যে আচরণ
করে চলেছেন যখন তখন
আপনার বেয়াইন যদি একই আচরণ
আপনার মেয়ের সাথে করে অকারণ
তবে কেমন হবে?
ভাবি, আপনার শাশুড়ির সাথে আপনি যে ব্যবহার
করে চলেছেন বারবার
আপনার ভাবি যদি একই ব্যবহার
আপনার মার সাথে করে বারবার
তবে কেমন হবে?
সেই দিন দূরে নয় যেই দিন
শাশুড়ি হয়ে শোধিতে হবে এই ঋণ
সে দিনের কথা ভেবে একটু থামুন
অহমের আকাশ হতে মাটিতে নামুন।