কোন একদিন হঠাৎ করে
বিদায় নিতে হবে,
জানিনা ধরণীর মায়া ছেড়ে
চলে যাবো কবে।
জানতাম যদি যাবার বেলায়
খেয়া আসবে কবে,
মাঝিরে বলতাম একটু দাঁড়াও
সেজদা দিতে হবে।
সেজদায় পড়ে কেঁদে কেঁদে
গোনাহ চাইবো মাফ,
জীবনের যত পাপ আছে
করে দাও সাফ।
কেউ জানিনা শেষ খেয়া
আসবে নিতে কবে,
বিদায় ক্ষণে বিধাতার নাম
থাকে যেন মনে।