গাছের পাতা ঝরছে,
তাতে তাঁর দু:খ নেই মনে –
সে জানে, পাতা ঝরবেই
পাতার ও আয়ু বাঁধা আছে।
পাতা ঝরে ঝরে,
গাছের তলা ভরে গেছে –
অল্প হাওয়ায় ই উড়ছে,
তাঁদের জীবন শেষ !
উত্তরসূরি সবুজ কচি পাতা,
নবজন্ম হল যাঁদের –
তাঁরা স্বাগত জানায়,
পূর্বসূরিদের চিরাচরিত।
শুরু আর শেষের স্মৃতি গাছের মনে,
প্রাণ আছে তাই উপলব্ধি ও আছে,
কথা না বললেও অনুভূতি আছে,
গায়ে আঘাত করলে ব্যাথা পায় ।
পাতা কুড়ানির খুব আনন্দ,
বস্তা ভরে পাতা নিয়ে বাড়ি ফেরে ।
মাথায় পাতার বোঝা,
তবু ও এই পাতার বোঝায় উৎসাহিত মন !
এই ভাবেই বেঁচে থাকার পথ খোঁজা,
কোথাও শেষ হলেও শুরুও হয় তখন,
এই ভাবেই জীবনের পথ চলা ।