শীতের দিনে ভাঁপা পিঠা
ভালোবাসে খোকা,
যে খাবেনা ভাঁপা পিঠা
সে কি বড় বোকা।
পাটিসাপটা পিঠা খেতে
খোকা ভালোবাসে
পিঠা খেয়ে খোকাবাবু
মিটির মিটির হাসে।
রসে ভেজা চিতই পিঠা
সকাল হলে খাবে
নাক ডুবিয়ে পিঠা খেয়ে
আরো পিঠা চাবে।
হাতে কাটা সেমাই পিঠা
পাকা খেজুর রসে
আমার খোকা খেতেই থাকে
আরাম করে বসে।
চুলোয় পরে বড়া পিঠা
খেতে ভালো লাগে
আমার খোকা পিঠা খেতে
সবার আগে জাগে।