শীত এসেছে, শীত এসেছে
কাঁপছে বুড়া-বুড়ি,
শীতের চাদর গায়ে দিয়ে
খাচ্ছে চিড়া-মুড়ি।
ঐ অদূরেই সবুজ গাঁয়ে
খেজুর গাছের সারি,
সকালবেলার তাজা রসে
ভরছে গাছি হাড়ি।
গাঁয়ের ছোট্ট পাড়ায় পাড়ায়
ব্যস্ত বাড়ির বধু,
চুলায় ঘন খেজুরের রস
খেতে যেন মধু।
খোকা-খুকি নানার বাড়ি
নাচছে দু’হাত তুলি,
বুড়া নানির কোলে বসে
খাচ্ছে পিঠা-পুলি।