সুয্িয মামা লুকিয়ে আছে
ঐ আকাশের পানে,
জানুয়ারির কনকনে শীত
বুকে কাঁপন আনে।
শীতে কাবু গরীব-দুখী
কষ্টে কাটায় বেলা,
গাছতলার ঐ গৃহহীনদের
জীবন হেলাফেলা।
হাড় কাঁপানো শীতে আজই
কুয়াশায় সব ঢাকা,
হিমেল হাওয়া বইছে দেশে
কষ্ট বাইরে থাকা।
শীতে কাবু বুড়া-বুড়ি
কাবু খোকা-খুকি,
সবার চাওয়া সুয্িয মামা
কখন দেবে উঁকি।