হিম কুয়াশার শীতের ভোরে
রক্তিম রবি হাসে,
শুভ্র শিশির ঝলমল করে
মাঠের সবুজ ঘাসে।
পাখপাখালি গাছের ডালে
ডাকে মধুর সুরে,
হৃদয় মাঝে আনচান করে
ফুলের বাগে ঘুরে।
খেজুর রসের সাথে মুড়ি
বড্ড মজা লাগে,
গুড়ের তৈরি পিঠাপুলি
খেতে ইচ্ছা জাগে।
নানান জাতের অঢেল মৎস্য
বাজারে পাওয়া যায়,
টাটকা সবজি থেকে যেন
চোখ ফেরানো দায়।
রবির উত্তাপ বাড়লে সবাই
গরম কাপড় ছাড়ে,
চতুর্দিকে সবার মাঝে
কর্মযজ্ঞ বাড়ে।