শীত পড়েছে মধুর হিমেল বায়ু
প্রাণটা হয়ে ওঠে সতেজ
প্রভাতে উঠে দেখি আকাশ
বিরহ ব্যথায় করে আনচান।
বসন্তের হাওয়া বিরহ ব্যথায়
লুকিয়ে আছে গভীর অরণ্যে
ফাল্গুনী বাতাস এনেছে
শীত মৌসুমীর দখিনা হাওয়া
মানুষ হয়েছে শান্ত।
শীতকে আমি ভালোবাসি
মনে তাই অনেক শান্তি
শীত আসে শীত যায়
গরম হয় বিদায় অজানা কোন গায়ে
শীতকে আমি ধরে রাখি
হৃদয় মন্দির তায়।