শীতল হাতের পাখা
আদর সোহাগ মাখা,
তৃপ্ত সুভাষ বসে
তাল পাখার বাতাসে।
চলে না হাত পাখা
শিল্প ছাড়া চাকা,
সময় সাথে সাথে
বিলীন স্মৃতির পাতে।
কোথায় হাতপাখা
দাদির পরশ আঁকা,
অতলে সে মলিন
হস্তশিল্প বিলিন।
পাখা রঙিন আঁচল
অতি গরমে সচল,
বাতাস মৃদু আরজ
বহন অতি সহজ।
দেখা যায় না অতি
নকশি পাখার স্মৃতি,
পেলেই যায়না চাওয়া
দুর্লভ এখন পাওয়া।