• আজ- সোমবার, ১৪ জুলাই ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

শীতল হাতপাখা

আব্দুস সাত্তার সুমন / ৩১১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩

add 1
  • আব্দুস সাত্তার সুমন

শীতল হাতের পাখা
আদর সোহাগ মাখা,
তৃপ্ত সুভাষ বসে
তাল পাখার বাতাসে।

চলে না হাত পাখা
শিল্প ছাড়া চাকা,
সময় সাথে সাথে
বিলীন স্মৃতির পাতে।

কোথায় হাতপাখা
দাদির পরশ আঁকা,
অতলে সে মলিন
হস্তশিল্প বিলিন।

পাখা রঙিন আঁচল
অতি গরমে সচল,
বাতাস মৃদু আরজ
বহন অতি সহজ।

দেখা যায় না অতি
নকশি পাখার স্মৃতি,
পেলেই যায়না চাওয়া
দুর্লভ এখন পাওয়া।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ