শরৎ তুমি ঠিকই এলে
এলো নাতো প্রিয়া,
কতো রঙের ফুল ফুটেছে
জুঁই চামেলি কেয়া।
গাছে গাছে ফুল ফুটে
শরৎ যখন আসে,
আমার ওযে ইচ্ছে করে
প্রিয়া থাকুক পাশে।
শরৎ মেঘে ভিজে যেতাম
ওই কাশবনের নীড়ে,
পাল ছেঁড়া নৌকো বাঁধা
খেয়া ঘাটের তীরে।
এসো প্রিয়া সবুজ মাঠে
শরৎ মেঘে ডাকে,
শরৎ এলেই মনের মাঝে
তোমার ছবি আঁকে।