বিলিয়ে এসেছি এতদিন
ছিনিয়ে নেইনি তো কিছু!
তাইতো নেই পেটের ক্ষুধা
আমরন থাকব সত্যের পিছু!
চটজলদি বলি যাতা সব
বিলম্বেও পাল্টাবেনা তা,
জানি যতই করি মেরামত
বদলাবেনা আচরণ টা!
কি ছিলো আমার কোথা ছিলো
হারানোর আছে কার কি!
লেবাস পরিনা সাধুতার
হওয়া যায় কিনা শুদ্ধটি!