• আজ- মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১২:৫৬ অপরাহ্ন

লিচু গাছে কলা

তাজুল ইসলাম নাহীদ / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩

add 1
  • তাজুল ইসলাম নাহীদ

আম গাছেতে তাল ধরেছে
শুনছি কত ছড়া,
শুনছি আরো ছোট্টকালে
আজগুবি সব পড়া।

জাম বাগানে কমলালেবু
পেঁপে গাছে জলপাই,
শুনতে চাইলে বলবো আরো
ধৈর্য্য ধরো সব ভাই।

নারকেল গাছে লিচু ধরে
লিচু গাছে কলা,
আরো নানান ফলের কথা
লিখলে যাবে বলা।

তেঁতুল গাছে ভূতের বাসা
জ্বিনরা করতো কান্না,
কতজনা তাদের ভয়ে
ফেলে আসতো রান্না।

বট্ গাছেরই আগায় নাকি
থাকতো অনেক পরী,
একলা কাউকে পেলে ওরা
নিতো সঙ্গে করি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ