রমজানের চাঁদ উঠলে গগন
বিশ্ব তেপান্তরে,
ফরজ রোজা হয় শুরু হয়
মুসলিম ঘরে ঘরে।
হিংসে গীবত ঝগড়া ছেড়ে
বিশ্ব মুসলিম জাতি,
পাক-পবিত্র শরীর নিয়ে
প্রার্থনা রয় মাতি।
বাড়ির ছোট্র শিশু-কিশোর
বড়র সাওম দেখে,
জিদ করে সব করবে রোজা
ভালোবাসা মেখে।
হালাল খেয়ে রোজা করে
কমাও পাপের বোঝা,
সারা বছর চলার নিয়ম
দ্যায় বলে দ্যায় রোজা।