মিথ্যা রটাইয়া রটাইয়া
সাবার করিলো
সত্যের পথ সত্যের ছায়া।
মানব জাতিকে গ্রাস করেছে
মিথ্যার কালো ছায়া।
বের হওয়ার নেই কোনো পথ
নেই কোনো আশা।
দূরীকরণ করতে হবে
মিথ্যার কালো ছায়া।
উদগ্রীব করতে হবে চিন্তন শক্তি
সত্যের পথে হতে হবে জাগ্রত।
মিথ্যাকে রণাঙ্গনের পথে আনিয়া
সত্যকে করতে হবে প্রতিষ্ঠিত।