আসামে এক রকম পাখি
যাঁরা আগুন দেখলেই
আগুনে ঝাঁপ দেয় !
কখনো কি মনে হয় না –
কেন দেয় ?
কি তাঁর কারণ ?
তাঁরা কি অজ্ঞ –
আগুনের লেলিহান শিখা !
দহনের কি দহন ক্ষমতা !
তবু তাঁরা মরে –
পাখি ঝাঁপ দেয় আগুনে !
তাঁরা কি সতীদাহ পাখি ?
সেই সব সতীদাহ পাখি
মানুষ কে ভাবায়, তাঁদের ও ভাবায় !
এই ভাবে তাঁরা যেন শেষ হয়ে না যায় !
বন্ধ হোক তাঁদের এ শপথ ।
পক্ষী কুলে জন্ম হোক –
নতুন এক রাজা রামমোহন রায় !