ইসলামে যাকাত প্রদান
ধনীদের জন্য ফরজ,
অভাবগ্রস্থদের যাকাত প্রদানে
পবিত্র কোরআনে রয়েছে আরজ।
যাকাত দিলে সম্পদ কমেনা
আল্লাহর রহমতে বৃদ্ধি পায়,
ধন সম্পদের কিছু অংশ ব্যয়ে
ধনীর সম্পদ পবিত্র হয়ে যায় ।
আল্লাহ দেয়া ধন সম্পদ পেয়ে
যে ব্যক্তি যাকাত আদায় না করবে,
সম্পদ টাকপড়া বিষধর সাপের রুপে
কিয়ামতের দিন গলায় পেচিয়ে যাবে ।
অভাবগ্রস্থদেরে যাকাত প্রদানে
ধনীদের লোভ ও কৃপণতা কমে যায়,
দুস্থদের প্রতি ধনীদের ভালবাসায়
দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা পায়।