ভয়ে আছি আসবে মোখা
কাঁপছি থরথর
বুকের ভিতর ঝড়ের ছোবল
ঝড়ের চেয়েও বড়।
দিচ্ছে দাওয়াত টিভি গুলো
পত্রিকা ও কম নয়
ভাঙ্গা ঘরে বসত করি
মনে তাই মোখার ভয়।
মোখা আসবে দাওয়াত দিয়ে
ভাঙ্গবে বসত বাড়ি
মাঠের ফসল নষ্ট করবে
সম্পদ কাড়ি কাড়ি।
পশুপাখি মরে যাবে
মানুষ মরবে আরো
থাকবে বেঁচে যেসব মানুষ
অসুখ হবে তারও।
বাড়বে অভাব ঘরে ঘরে
চিন্তা করি কতো
ভয়ে ভয়ে বেঁচে আছি
বেঁচে মরার মতো।