• আজ- মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন

মে দিবস

গোলাপ মাহমুদ সৌরভ / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

add 1

মে দিবস সফল হোক
সকল শ্রমিকের বাণী,
সঠিক কাজের মূল্য চাই
দূর হোক যত গ্লাণি।

কলের চাকা আমরা ঘুরাই
আমরাই শ্রমিক জানি,
মাথার ঘাম পায়ে ফেলে
পাইনা ন্যায্য মানি।

আমরা শ্রমিক দিনমজুর
চাই যে শ্রমের মূল্য,
অল্প টাকা বেতন মোদের
হয়না পরিশ্রমের তুল্য।

শ্রমের মূল্য যে দিতে হবে
মালিক পক্ষ যারা,
অতিরিক্ত শ্রমের হিসাব দাও
ওভারটাইমের ধারা।

কথায় কথায় ধমক দিয়ে
গায়ে তুলে যে হাত,
গালিগালাজ চোখ রাঙিয়ে
খাটায় যে দিন রাত।

add 1


আপনার মতামত লিখুন :

One response to “মে দিবস”

  1. আমি আনন্দিত আপ্লূত ও অনুপ্রাণিত এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদক মহোদয় কে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ