মৃত বলে যারা মোরে করে অবহেলা
দেখেনি তারা আমার অলৌকিক খেলা।
কবর থেকেও আমি দিতে পারি ভোট
মামলার আসামী হয়ে ঘুরে যাই কোর্ট।
মরে গিয়ে আমি আজ হয়েছি আগুন
আমার শক্তি এখন বেড়েছে দ্বিগুন।
ভেব না আমায় শুধু মৃত এক শব
আমি সব চোখে দেখি কানে শুনি সব।
সাক্ষীর ঐ কাঠগড়ায় দাঁড়াব যেদিন
সেই দিন ভণ্ড তোরা পাবে না জামিন।