কাব্য রসে মোচন ধরেছে
মিলে না আর ছন্দ।
বাক্যের সাথে বহুদিন হয় না কথা
তাই শব্দ করেছে দন্দ।
কলমটাকে ও আজ অলসতায় ধরেছে
দিচ্ছে না আর কালি।
খাতাটাও আজ অভিমানে মুখ লুকিয়ে
মনে মনে দিচ্ছে যে তাই গালি।
পত্রিকা গুলো আজ বেকার হয়েছে
প্রকাশ হচ্ছে না আর লেখা।
চায়ের দোকানে চা হাতে নিয়ে
হচ্ছে না আর সাহিত্য পাতা দেখা।
সব কিছু আজ মডান হয়েছে
মুঠোফোনে পৃথিবীটা আজ হয়েছে বাড়ি।
পুরোনো যত স্মৃতি ছিলো
রাগে অভিমানে সব করেছে তাই আড়ি।
সেই শান্ত বিকেলে অশান্ত হয়ে
হয়না ছুটো ছুটি করে খেলা।
সব কিছু আজ মডান বলে মায়ের মুখে
শুনিনা খোকা মাঠে করিস না আর হেলা।
মুঠো ফোন এসে ছিনিয়ে নিয়েছে
বালকের মাঠের খেলা।
বেকারত্ব বাড়িয়ে দিয়েছে
সুস্থ জীবনের গড়াচ্ছে বেলা।
সব কিছু আজ ঘর বন্দি
দশের কাজ হয় এখন একা।
ক্রমাগত বেকারত্ব দিচ্ছে থাবা
মধ্যবিত্ত পরিবারে আজ দুঃখ দিয়েছে দেখা।