স্বর্ণাক্ষরে বাঁধাইকৃত
অমর একটি নাম
ইতিহাস ঐতিহ্যে গাঁথা
না হবে ডান-বাম
রক্তে মুজিব বক্ষে মুজিব
বাউলের গানে
পক্ষে মুজিব লক্ষ্যে মুজিব
সাধকের ধ্যানে।
জলে মুজিব স্থলে মুজিব
বাংলা মায়ের কূলে
ফলে মুজিব ফুলে মুজিব
হাসে এবং দোলে!
কৃষকের জোয়ালে মুজিব
জোগায় মনোবল
কৃষাণীর দুঃখেতে মুজিব
হাসায় অনর্ঘল।