• আজ- শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন
Logo

মিধিলি বাতাসে

সাজ্জাদ ফাহাদ / ১৮৭ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
সমুদ্র
সমুদ্র

add 1
  • সাজ্জাদ ফাহাদ

মিধিলি ঝড়ে উড়ুউড়ু প্রেম নিস্তব্ধ রয়
এ বাতাসে জেগে উঠে ভয়,
অদ্ভুত কণ্ঠে ডাকে বিস্ময়।
তীব্র বাতাসে ফানুস উড়ানোর মত সুখ মন থেকে উড়ে যায়
এ বাতাসে আমার ভয়ংকর এক অতীত দেখা যায়।
বসন্ত রোগের কবলে তন্ত্রসাধকের ছোবলে
বৃষ্টি ভেজা সন্ধ্যায় হারিয়েছি ভাই,
সেদিন থেকে তীব্র হাওয়ায় আমি ভীত হয়ে যাই ;
সেদিন বয়েছিলো এক ভিন্ন মিধিলি।
মিধিলি বাতাস লুট করে নেয় ভ্রাতৃ দেহের প্রাণ,
অমর ভ্রাতৃপ্রেম আছে ঠিকই অম্লান ;
মিধিলি বাতাসে কেপে উঠে মন
কখন যেনো হারিয়ে যায় কোন প্রিয়জন।
আমি বিস্মিত হয়ে থাকি ঝড়ও ঝড়ও বাতাসে সারাক্ষণ।

মিধিলি বাতাসে আমার প্রেম জাগে না।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • শনিবার (বিকাল ৪:১৩)
  • ২৭ জুলাই, ২০২৪
  • ২০ মহর্‌রম, ১৪৪৬
  • ১২ শ্রাবণ, ১৪৩১ (বর্ষাকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT