রহমত নাজাত মাগফিরাতের
এ-ই মাহে রমজান,
সৃষ্টির তরে’ই খোদা তায়ালার
বড় এই অবদান।
একটি বর্ষ ঘুরে ফিরে আবার
এলো ফিরে রমজান,
রাখবো রোজা যে সবাইমিলে
বেশি করবো দান।
খাবো সেহেরি রাখবো রোজা
আল্লাহকে করবো খুশি,
রোজা রাখলে যে ভালোবেসে
সওয়াব দিবেন বেশি।
ছোট বড় সবেমিলে মসজিদে
পড়বো নামাজ তারাবি
পড়লে নামাজ মিলবে সবার
জান্নাতের ঐ চাবি।
রাখলে রোজা খোদা তায়ালা
গুনাহ্ করেন ক্ষমা,
অনেক বেশি সওয়াব তোমার
নেকি হবে জমা।