একবার, মা জননী খুশি হলে
মায়ের খুশিই জান্নাত মেলে…
মায়ের, খুশিতে যে মহান আল্লাহ্
বড়, খুশি হয়ে যায়…
এসো, থাকতে বেঁচে মা- জননী
আমরা, সেবা করি তাই।।
আমার কথা নয় তো কোনো
প্রভু, আল্লারি কথা…
কেউ, দিও না তাই মা- জননীর
ভুলেও, অন্তরে ব্যথা।।
দেখো, এমন কথায় লেখা আছে
আল-কুরআনের পাতায়।।
কভু, বেজার হলে মায়ের মন
জ্বলতে হবে অনলে,
এসো তাই, সেবা করি ভক্তি ভরে
যদি তাতে মুক্তি মেলে।।
কখনো, ভুল করেও ভুলের বশে
হাত তুলো না মায়ের গায়।।