ধরার তরে মনের কোণে
ফুটলো যত ফুল
মদিনার বুকে আলো জ্বালালে
মুহাম্মদে রাসূল।
মানবতার শ্রেষ্ঠ দ্রুত
তুমি সত্যের পথে অটল
আকাশ বাতাস মুখর ধ্বণি
তোমার প্রেমে অবিচল।
তুমি সারাবিশ্বে চন্দ্র সূর্য
আলোক তারার রাশি
শত্রুর বিরুদ্ধে কঠোর সংগ্রাম
জীবন সূচক নাশি।
গরীব এতিম তোমার কোলে
ফিরে পেতো ঠাঁই
পিতৃ আদর ছায়া নিয়ে
দূর হল সব ছাই।
মায়ার নবী নূরের ছবি
তুমি রহমাতুলিল আলামিন
আল কুরআনের মধুর বাণী
প্রতিষ্ঠ হল দ্বীণ।