• আজ- শনিবার, ১৪ জুন ২০২৫, ০৮:০২ পূর্বাহ্ন

মাইনাস জিরো ডিগ্রি

সুশান্ত কুমার দে / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
কবিতা

add 1
  • সুশান্ত কুমার দে

আমাকে তোরা ছেড়ে দে,
আমি চলে যাবো নব দিগন্তের ঐ পাড়ে?
যেখানে নেই মানব সৃষ্ট, অসভ্যতার কসাইখানা
যেখানে নেই, চিল শকুনের আনাগোনা।

আমি চলে যাব,এই নরকের হিংস্র পশুর
লোলুপ দৃষ্টি ছেড়ে –
অনেক দূরে?
আমাকে তোরা আর খুঁজিস না?
তোদের শঠতা ভণ্ডের আস্তানায়।
আমি এক উপেক্ষিত সৈনিক
আমাকে তোরা ছিঁড়ে ছিঁড়ে খেতে চাস?
ক্ষুধার্ত হায়েনার দানবীয় ছোবলে আমি আর
ক্ষত বিক্ষত হতে চাই না।

আমি চলে যাই, ভীন গ্রহে
যেথা নেই, ছল চাতুরী কিংবা
রঙিন আলোর আনাগোনা,
যেথা নেই ভেদাভেদ, নেই কোন নীল নকশার
পরিকল্পনাকারী ।
আমাকে তোরা কুঁড়ে কুঁড়ে খাবি
তোদের ঐ লোলুপ দৃষ্টির নখরে ,
আমি এক নিরাপত্তাহীন যৌনকর্মী নই ?
আমাকে তোরা ছেড়ে দে, আমি চলে যাই
পাপিষ্ট এ দেহটাকে আমি আত্মাহুতি দিই,
আমার সকল আশার দীপ শিখা
আজ নিভন্ত,
মাইনাস জিরো ডিগ্রি সেলসিয়াস!

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ