পদ্মা মেঘনা যমুনা নদী
আকাশের যতো তারা গোনা যেতো যদি
তবু তার গুণগান শেষ হবে না
তার মতো এতো জ্বালা কেউ সবে না।
পাহাড়গিরি আর ঝরনাপ্রপাত
আজো কাঁদে পাখি সব পেয়ে সে আঘাত
বুক করে হাহাকার স্বপ্ন যে চুর
কাল রাতে খুন হলো পিতা মুজিবুর।
তার শোকে কাতরায় কবিদের হিয়া
পিতা ছাড়া বাঁচি বলো আহা কি যে নিয়া!
যায় থেমে বাতাসের ঝিরিঝিরি সুর
সব আশা ভালোবাসা চলে যায় দূর।
স্বপ্নেরা পড়ে আছে বেদনার চরে
মনে পড়ে পিতাকে শুধু মনে পড়ে।