বিবেক টাকে বেঁধে রেখেছো
পাষাণ শিকল দিয়ে,
তাইতো আমায় মনে পড়ে না
আছো যে সুখ নিয়ে।
আবেগ দিয়ে সব চলে না
তুমি জেনে গেছো,
মনুষ্যত্ব কে তুমি চেপে ধরে
দূরে সরে আছো।
দুঃখ গুলোই দিয়ে গেছো
চলে গেছো দূরে,
স্মৃতি গুলো আগলে রাখি
মনের বাহুডোরে।
তোমার কথা পড়লে মনে
ভাসি চোখে জলে,
অভিনয় তুমি ভালোই পারো
মিথ্যে প্রেমের ছলে।
অভিনয়ে তুমি স্বপ্ন দেখাও
পুতুল খেলার মতো,
খেলা শেষে ছুঁড়ে ফেলো
ইচ্ছে হয় যে যতো।