তুমি ভাবছো ভুলে গেছি
নয়তো রাখিনি কেন খোঁজ,
বলা হবে না কখনো হয়তো
কতটা মনে পরেছে রোজ।
আমার হাজারো ব্যস্ততায়
তুমি এসেছো আমার কল্পনায়।
বহুবার তোমাকে হয়েছে ছোঁয়া
তোমার কোনো অনুমতি বিনা।
অনেক চেষ্টা করেছি জানাতে তোমায়
তুমি হীনা আমার কেমন দিন যায়।
কতোবার উঁকি দিয়েছি তোমার জানালায়
আমার প্রতিবিম্ব পেরেছে পাশের আয়নায়
এবার বলো ভালোবাসো কি আমায়?