আজ বেহায়াপনা করছো যারা
মিথ্যে ভালবাসার নামে,
চরিত্রটা তোমার হারিয়ে গেলে
পাবেনা টাকার দামে।
ভালবাসা বলে নাই যে কিছু
১৪ই ফেব্রুয়ারিতে ভাই,
মিথ্যে আশা মিথ্যে প্রলোভনে
চরিত্র হর্ণের চেষ্টা তাই।
ভালবাসা দিবস পালন করে
ফিরে এলে তুমি বাড়ি,
হাসিমুখে আজ বিলিয়ে দিলে
নিজেই হয়েছ নষ্ট নারী।
কাকে যে বিশ্বাস করেছো তুমি
ভেবেছ কী তুমি একবার?
যা হারিয়ে গেছে ছলনার ছলে
পাবেনা কাঁদো শতবার।
প্রকৃত প্রেম আসবেই একদিন
যেদিন করবে তুমি বিয়ে,
সেদিনই ভ্যালেন টাইন ডে হবে
আনন্দ উল্লাসের রং দিয়ে।
স্বামীর প্রতি তোমার ভালবাসা
তাতে নেই যে পাপাচার,
মন উজাড় করে মিশে রও তুমি
এটাই প্রেমের সমাচার।