চালের গুড়ি তালের রস
মা’র হাতের পিঠা,
ভাদ্র মাসের পিঠাপুলি
খাইতে বড়ো মিঠা।
পাকা তালের মিষ্টি ঘ্রাণ
কি যে ভালো লাগে,
পাকা রসের তালের পিঠা
খেতে যে সাধ জাগে।
মিষ্টি রসের তালের পিঠা
খেয়ে জুড়ায় প্রাণ,
বাড়ি বাড়ি সুভাষ ছড়ায়
পাকা তালের ঘ্রাণ।
ভাদ্র মাসেই তাল পাকে
কুটুম আসে বাড়ি,
পিঠাপুলির ধুম পড়েছে
বানায় দেখো নারী।